অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেনের কোনো একটি শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় রাশিয়ার একটি ট্যাঙ্ককে হাত দিয়েই ঠেলে ধরেছেন এক ইউক্রেনীয় নাগরিক! ওই ব্যক্তি বীরত্বের সঙ্গে একটি রুশ ট্যাঙ্কের সামনের দিকে উঠে পড়েন।
এরপর সেটিকে ঠেলে ধরেন। তখন ট্যাঙ্কটির চালকও তাকে চাপা না দিয়ে ট্যাঙ্কটি থামান। এবার ট্যাঙ্কটি আর নড়ছিল না। লোকটি তখন ট্যাঙ্ক ছেড়ে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়েন।
এসময় সেখান উপস্থিত অন্য ইউক্রেনীয় নাগরিকরা এসে ওই ব্যক্তিকে সরিয়ে নেন। সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা ওই ব্যক্তিকে ইউক্রেনের ‘ট্যাঙ্ক ম্যান’ বলে আখ্যায়িত করেছেন। আজ রবিবার ইউক্রেনে রুশ হামলার চতুর্থ দিন চলছে।
আলোচনার উদ্যোগ ভেস্তে যাওয়ায় শনিবার বিকাল থেকে ফের পুরোদমে ইউক্রেনের ওপর হামলার নির্দেশ দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রুশ সেনাবাহিনী তিনদিক থেকে ইউক্রেনর রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। বৃষ্টির মতো চলছে চলছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। বিভিন্ন শহর আক্রমণ করতে করে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে। এছাড়া কিয়েভে আগে থেকে লুকিয়ে থাকা রাশিয়ান এজেন্টরাও অস্ত্র হাতে সক্রিয় হয়ে উঠেছে।
কিয়েভে আগে থেকে লুকিয়ে থাকা শত্রু পক্ষের অন্তর্ঘাতী বাহিনী সক্রিয় হয়ে উঠেছে অভিযোগ করে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ‘যেসব নাগরিককে এসময় রাস্তায় দেখা যাবে, তাদের শত্রু পক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসাবে বিবেচনা করা হবে,’ জানিয়েছে কিয়েভের কর্তৃপক্ষ।