শিখ রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন সানি ও ডেনিয়েল

অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। ৯ এপ্রিল, শনিবার বিবাহিত জীবনের ১১তম বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার। ২০১১ সালের এই দিনে শিখ রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। আর এই বিশেষ দিনেই বিয়ের একটি ছবি শেয়ার করে অতীতের একাধিক আবেগঘন স্মৃতি রোমন্থন করলেন বলিউডের এই তারকা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিয়ের একটি ছবি প্রকাশ করে সানি লেখেন যে, তার এবং ড্যানিয়েলের বিয়ের অনুষ্ঠান পারফেক্ট ছিল না।

শুধু তাই নয়, বিয়ের সময় চরম অর্থকষ্টেও ভুগছিলেন তারা দুজন। এমনকি বিয়ের রিসেপশনের খরচ মেটাতে অতিথিদের দেওয়া উপহারই ছিল তাদের ভরসা। ফুলের ব্যবস্থাপনা থেকে কেক বিয়ের কোন আয়োজনই পারফেক্ট ছিল না।

বিয়ের দিন লাল লেহেঙ্গায় সেজেছিলেন সানি। অভিনেত্রী জানান, বিয়ের আসরে ৫০ জন অতিথি হাজির ছিল, কিন্তু তার হাতে কোন টাকা ছিল না। বিয়েতে উপহার হিসাবে পাওয়া টাকার খাম খুলে মিটিয়েছিলেন রিসেপশনের আয়োজনের যাবতীয় টাকা। এমনকি বিয়েতে ফুলের সাজসজ্জাও ছিল খুব সাধারণ।

তবে এত উত্থান-পতনের মাঝেও যে আমরা এতটা পথ এক সাথে পাড়ি দিতে পেরেছি এটাই অনেক। সানির কথায়, ‘এটা (বিয়ের ছবি) মনে করায় আমরা কতটা পথ একসঙ্গে হেঁটেছি, এটা কখনোই সম্ভব হতো না যদি না আমাদের মধ্যেকার ভালোবাসা না থাকত।

আমার বিয়ের গল্পটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ সেটা একদম আমাদের মতো। শুভ বিবাহবার্ষিকী বেবি!’

বিবাহিত জীবনের ১১ বছরে তিন সন্তানের বাবা-মা সানি-ড্যানিয়েল জুটি। ২০১৭ সালে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন তারা। পরের বছরই সারোগেসির মাধ্যমে যমজ পুত্র সন্তান আশের ও নোয়া তাদের ঘরে আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *