রেলস্টেশনে রুশ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন

অনলাইন ডেস্ক, ৯ এপ্রিল।।ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরের রেলস্টেশনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ক্রামাতোরস্কের ওই রেলস্টেশনে হামলা হয়। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করলে সেখান থেকে বেসামরিক নাগরিকদের  সরিয়ে নিতে রেলস্টেশনটি ব্যবহার করা হচ্ছিল।

হামলার সময় ওই স্টেশনে চার হাজারের মতো লোক অবস্থান করছিল যাদের বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক মানুষ ছিলেন।

ইউক্রেন বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় শত শত মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করে একে ‘সীমাহীন শয়তানি’ বলে উল্লেখ করেছেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘রণক্ষেত্রে আমাদের মুখোমুখি হওয়ার শক্তি ও সাহস হারিয়ে তারা এখন পরিকল্পিতভাবে বেসামরিক লোকজন হত্যা করছে। এর শাস্তি না হলে, এটা কখনও থামবে না’।

রাশিয়া অবশ্য এধরনের হামলা চালানোর কথা অস্বীকার করেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই অভিযোগ ‘উস্কানিমূলক’ এবং ‘একেবারেই সত্য নয়’।

ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ওই অঞ্চলে তাদের অভিযানের কোনো পরিকল্পনাই ছিল না।

বিধ্বস্ত ট্রেন স্টেশনের যেসব ছবি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে স্টেশনের এখানে সেখানে লাগেজসহ মৃতদেহ পড়ে আছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলছেন, রাশিয়ার সৈন্যরা ডনবাস (দোনেৎস্ক এবং লুহানস্ক) অঞ্চলে হামলা করবে এই আশঙ্কায় লোকজন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল।

গভর্নর টেলিগ্রামে লিখেছেন, হামলা সত্ত্বেও ওই অঞ্চল থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন,ইউরোপীয় ইউনিয়ন এই হামলার নিন্দা করেছে।

বলা হচ্ছে, রাশিয়া এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির উত্তরাঞ্চল থেকে সৈন্যদের সরিয়ে পূর্বাঞ্চলীয় ডনবাসে হামলা জোরদার করেছে।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *