৪১ দিন জুতা ছাড়া খালি পায়ে হাঁটবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ

অনলাইন ডেস্ক, ৯ এপ্রিল।। টানা ৪১ দিন জুতা ছাড়া একদম খালি পায়ে হাঁটবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। কেন খালি পায়ে হাঁটবেন তিনি? অথচ তার ঝুলিয়ে এখন সাফল্যের কৃতিত্ব। তার অভিনীত ‘আরআরআর’ সিনেমাটির আয় ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি। অথচ এমন শুভক্ষণে জুতা না পরেই ঘুরছেন  ছবিটির নায়ক।

আরআরআর মুক্তির কয়েক দিন পরই জুতা ছাড়া হাঁটা শুরু হয় রাম চরণের। গেল কয়েক দিন ধরে সেটা সবার নজরে আসা শুরু হয়। সর্বশেষ মুম্বাইয়ে সিনেমাটির সাকসেস পার্টিতেও একই দৃশ্য; রাম চরণের পায়ে জুতা নেই।

ভারতীয় গণমাধ্যম ইকোনমিকস টাইমস বলছে, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দিতে যাবেন এই তারকা। কিন্তু এই মন্দিরে পূজা দেওয়ার আগে নিয়ম ৪১ দিন জুতা ছাড়া চলাচল করতে হবে। এ ছাড়া চুল-দাঁড়ি কাটা যাবে না; এমন বেশ কিছু কঠোর নিয়ম নামতে হবে। এখন সেই নিয়ম মানছেন রাম চরণ, সে কারণে জুতা ছাড়া দেখা যাচ্ছে তাকে।

‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট।

সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

সিনেমার গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *