অনলাইন ডেস্ক, ৮ এপ্রিল।। বয়স যতো বাড়ছে ততোই যেন পায়ের ধার বাড়ছে করিম বেনজেমার। এই প্রশংসা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দের।
বর্তমান ফুটবল বিশ্বের সেরা ‘নাম্বার নাইন’ বেনজেমা। এই মৌসুমে তিনি যা করছেন, কথাটি মেনে নিতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে তো চেলসিকে তাদেরই মাঠে উড়িয়ে দিলেন বেনজেমা।
স্টামফোর্ড ব্রিজে হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড। এই ইউরোপিয়ান প্রতিযোগিতায় চতুর্থ এবং আসরের নকআউট পর্বে দ্বিতীয় ফুটবলার হিসেবে পেলেন ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক। এই তো গত মাসে, শেষ আটের প্রথম লেগে পিএসজির মাঠে ১-০ গোলে হেরে আসার পর রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় চোখ রাঙাচ্ছিল।
ভাগ্যিস, লস ব্লাঙ্কোসদের বেনজেমা ছিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে হ্যাটট্রিক করে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজিকে বিদায় করে দিলেন ৩৪ বছর বয়সী তারকা। এবারও ব্লুজদের একাই হারিয়ে দিলেন তিনি।
স্বাভাবিকভাবে এমন রেকর্ড গড়া হ্যাটট্রিকের পর সতীর্থদের প্রশংসায় ভাসছেন বেনজেমা। আর রিয়ালের সাবেক স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফরাসি ফরোয়ার্ডকে তুলনা করেছেন স্পাইডারম্যান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ঈশ্বরের সঙ্গে।
https://twitter.com/IkerCasillas/status/1511830204670427140?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1511830204670427140%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fsports%2F2022%2F04%2F07%2F354476
সাবেক সতীর্থ বেনজেমার এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর সাবেক রিয়াল কিংবদন্তির টুইট, ‘কে৯ স্পাইডারম্যান। কে৯ উলভারিন। কে৯ বিল্ডিংয়ের দারোয়ান। কে৯ আপনার সেরা বন্ধু। কে৯ আপনার নানী। কে৯ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যে প্যারাসুটে আপনি লাফ দিচ্ছেন তার প্রশিক্ষক কে৯। কে৯ আপনার দেবদূত অভিভাবক। কে৯ ঈশ্বর!’