স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ এপ্রিল।। মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আজ মোহনপুর বাজারস্থিত সংস্কারকৃত কালীবাড়ি ও নবনির্মিত ওপেন মার্কেট শেডের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
কালীবাড়ি ও মার্কেট শেডের উদ্বোধন করে তিনি বলেন, মোহনপুর বাজারকে একটা সুন্দর বাজারে রূপ দেওয়ার করা হচ্ছে। মোহনপুর বাজার ধীরে ধীরে নতুন রূপে সেজে উঠছে। বাজারের দ্বিতল মার্কেট স্টল তৈরী হচ্ছে। এই বাজারে আসার জন্য ব্রেইলী ব্রীজের নির্মাণ কাজ চলছে। শিক্ষামন্ত্রী বলেন, সরকার চায় সবকা সাথ সবকা বিকাশ। তিনি ব্যবসায়ীদের বাজারকে পরিষ্কার রাখার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, সকলে যদি নিজ নিজ দায়িত্ব পালন করেন তাহলে কোন জিনিস দাবী করতে হবে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জয়লাল দাস, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। সংস্কারকৃত কালীবাড়ি ও নবনির্মিত ওপেন মার্কেট শেড নির্মাণে ব্যয় হয়েছে ৪৫ লক্ষ ২৬ হাজার টাকা