বেবিবাম্পের ফটোশুটে একেবারে অন্য অবতারে অনিলকন্যা

অনলাইন ডেস্ক,৭এপ্রিল।। সোনমের কাছে ফ্যাশনই শেষ কথা। আর তাই তো পোশাকের ব্যাপারে খুবই নাক উঁচু তিনি। সেটাই যেন ফের প্রমাণ করলেন অনিলকন্যা সোনম। বেবিবাম্পের ফটোশুটে একেবারে অন্য অবতারে হাজির হয়ে নজর কাড়লেন সোনম কাপুর।

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার আবু জানির পোশাকেই সেজে উঠলেন সোনম। অফ হোয়াইট রঙের সিল্ক কাপড়ে অভিনব ভাবে পোশাক পরলেন সোনম। স্পষ্ট হয়ে উঠল সোনমের বেবিবাম্প। হালকা স্নিগ্ধ আলোতে শুট করা সোনমের এই ফটোশুটের প্রশংসায় তার অনুরাগীরা।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বলিউড অভিনেত্রী সোনম কাপুর জানিয়ে দেন তিনি মা হতে চলেছেন। সোনম জানিয়েছেন চলতি বছরের শেষের দিকেই সন্তানের জন্ম দেবেন তিনি।

 

সোনম কাপুর তার ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল কালো পোশাক পরে স্বামীর কোলে শুয়ে আছেন সোনম। ছবিতে স্পষ্ট হয়েছিল তাঁর বেবি বাম্প।

সেই ছবির ক্যাপশনে সোনম লিখলেন, ‘চারহাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমতো। দুই হৃদয়জুড়ে থাকবে তুমি। তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার। তোমার আগমনের অপেক্ষায় রয়েছি’।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। মুম্বাইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন সোনম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *