অনলাইন ডেস্ক,৭এপ্রিল।। শুধু মনের আনন্দ পেতে ইউক্রেনে সাধারণ নাগরিকদেরকে খুন করছে রুশ সেনারা। মঙ্গলবার জাতিসংঘে এমনই অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। পাশাপাশি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি জানালেন তিনি।
বুচায় সাধারণ মানুষকে হত্যার অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘মানুষ নিজের ঘরে, ফ্ল্যাটের মধ্যে খুন হচ্ছেন… রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ট্যাঙ্কার পিষে দিয়ে যাচ্ছে। এ সব মনের খোরাকের জন্য করছে ওরা (রাশিয়া)’।
এখানেই থামেননি তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভিডিও বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওরা (রুশ বাহিনী) পুরো পরিবারকে খুন করছে। বয়স্কদের মারছে, শিশুদের মারছে। তার পর পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছে’।
এর পর চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, ইউক্রেনের মাটিতে রাশিয়ার আক্রমণ ঠেকানোর কোনও পন্থা যদি নিরাপত্তা পরিষদের হাতে না থাকে, তাহলে আর আলোচনায় কাজ নেই। কারণ, তিনি আর আলোচনায় নয়, কাজে আস্থাশীল। জেলেনস্কি বলেন, ‘কোথায় শান্তি? জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কী হল?’
রাশিয়াকে ‘হত্যাকারী’, ‘ধর্ষণকারী’ বলেও কটাক্ষ করেছেন জেলেনস্কি। অন্যদিকে, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে সাধারণ মানুষের হত্যার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেন।