মুম্বাইয়ে রণবীর-আলিয়ার বিয়ের আসর বসছে

অনলাইন ডেস্ক,৬ এপ্রিল।। বি-টাউনের খবরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের গুঞ্জন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহতেই নাকি বিয়ে করছেন এই তারকা যুগল।

জানা যায়, ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে মুম্বাইয়ে রণবীর-আলিয়ার বিয়ের আসর বসছে। আলিয়া-রণবীরের বিয়ের আসর যে তারকাদের দ্যুতিতে ঝলমলিয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে ফাঁস হয়েছে এই তারকা দম্পতির বিয়েতে বিটাউন থেকে কোন কোন তারকা উপস্থিত থাকতে পারেন।

ভারতের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীরের বিয়ের দিন সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

বলিউড সুপারস্টার শাহরুখ খানকেও বিয়ের দিন আমন্ত্রণ জানানো হয়েছে। কিছুদিন আগে কিং খান ‘পাঠান’ ছবির শুটিং শেষ করে মুম্বাইতে ফিরেছেন।

বিয়ের পর এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে। এই রাতে হাজির থাকার কথা করণ জোহর, মনীশ মালহোত্রা, অনুষ্কা রঞ্জন, আকাঙ্ক্ষা রঞ্জন, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর ছাড়া আরও অনেকের।

বিয়ের পর্ব চুকে গেলে শুধু ফিল্মি দুনিয়ার বন্ধুদের জন্য এক পার্টি রাখতে চলেছেন আলিয়া ও রণবীর। এপ্রিলের শেষের দিকে তাঁরা এই পার্টি রাখতে পারেন। তাঁদের পার্টিতে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, আয়ান মুখার্জি, আদিত্য রায় কাপুরসহ চলচ্চিত্র জগতের আরও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া আর রণবীরের একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। যদিও জানা যায়, আলিয়ার ছোটবেলার ‘ক্রাশ’ রণবীর। এ কথা আলিয়াই বলেছিলেন। এমনকি আলিয়া তাঁর ঘরে রণবীরের এক বিশাল পোস্টার লাগিয়েছিলেন। কৈশোরের সেই ফ্যান্টাসি, অর্থাৎ রণবীর আজ তার জীবনসঙ্গী হতে চলেছেন।

মুম্বাইতে রণবীরের পৈতৃক ভিটেতে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে তাঁদের বিয়ে হবে বলে জানা গেছে। এখানেই রণবীরের বাবা-মা, অর্থাৎ ঋষি ও নিতু কাপুর গাঁটছড়া বেঁধেছিলেন।

রণবীর ও আলিয়া প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে। আয়ান মুখার্জি পরিচালিত এই ছবি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *