পুতিন এবং তার সেনাবাহিনীর শেষ পর্যন্ত কী হবে?

অনলাইন ডেস্ক,৬ এপ্রিল।। ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেরে যাবেন বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক। ইউক্রেনের চলমান এই সংঘাতকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাটকীয় ঘটনা বলেও দাবি করেছেন তিনি।

তিনি বলেছেন, এটি কেবল একটি বিপর্যয় নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার বন্ধু ও সৈন্যরা ইউক্রেনের জনগণের সঙ্গে যা কিছু করেছে, তা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

ইয়াতসেনিউক বলেন, সবচেয়ে বড় প্রশ্ন হল পুতিন এবং তার সেনাবাহিনীর শেষ পর্যন্ত কী হবে?

পুতিনকে ব্যক্তিগতভাবে, তার সেনাবাহিনীর প্রতিটি কমান্ডার ও ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যেসব সৈন্য নৃশংসতা ঘটিয়েছে তাদের প্রত্যেককে, কীভাবে বিচারের মুখোমুখি করা যায় তা নিয়ে বিস্তারিত কথা বলেছেন ইউক্রেনের সাবেক এ প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, যদিও রুশ প্রেসিডেন্ট বর্তমানে কোনো চিন্তা ছাড়াই কাজ করছেন বলে মনে হচ্ছে, তবে তার এ রাজত্ব ব্যর্থতায় শেষ হবে।

ওদিকে বুচা শহরে রুশ সেনাদের নৃশংসতা দেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, এমন চিত্র দেখার পর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া বেশ কঠিন।

জেলেনস্কি গণমাধ্যমকে বলেন, এখানে (বুচায়) তারা যা করেছে তা দেখার পর শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি অনেক কঠিন হবে।

তিনি আরও বলেন, এগুলো দেখাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী কেমন। তারা মানুষদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া আলোচনার ক্ষেত্রে যত দেরি করবে পরিস্থিতি ততই খারাপ হয়ে যাবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবার রাজধানী কিয়েভ ছেড়ে অন্য শহরে যান প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

বুচা শহর ছেড়ে রুশ সেনারা চলে গেলেও জেলেনস্কি শহরে এসেছিলেন কঠোর নিরাপত্তার মধ্যে। তার আশপাশে ভারী অস্ত্রসস্ত্র নিয়ে সারাক্ষণ অবস্থান করে সেনা সদস্যরা।

গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এরই মধ্যে আজ ৪১তম দিনে গড়িয়েছে রুশ বাহিনীর এ অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নেয় রুশ সেনারা। তবে প্রবল প্রতিরোধের মুখে পড়ে রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকা থেকে পিছু হঁটেছে রুশ বাহিনী। রুশ সেনাদের লক্ষ্য এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক এর পুরো এলাকা দখল করে নেওয়া।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *