স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। জিবি হাসপাতাল চত্বরে শববাহী গাড়ি থেকেও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, শববাহী গাড়ি চালক বিশ্বজিৎ দত্ত অন্যান্য দিনের মতোই জিবি চত্বরে গাড়ি রেখে বাড়িতে চলে যায়।
কোথাও মৃতদেহ নিয়ে যেতে হলে ফোন করলে সে পরিষেবা দিতে চলে আসে বলে জানায়। সে অনুযায়ী মঙ্গলবার এক ব্যক্তি শব নিয়ে যাওয়ার জন্য তাঁকে ফোন করেন। ফোন পাওয়ার পর তিনি জি বি হাসপাতালে ছুটে আসেন। মৃতদেহটি ক্যান্সার হাসপাতাল থেকে বটতলা নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয়েছিল। শব গাড়িতে তোলার আগেই বিশ্বজিৎ দত্ত দেখতে পান তার গাড়িতে ব্যাটারি নেই। চোরেরা ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
শববাহী গাড়িতে ব্যাটারি চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, জিবি হাসপাতাল চত্বর এলাকা থেকে প্রায় সময়ই গাড়ির ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে চলেছে।