অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধিকে নিজের সমস্ত সম্পত্তি লিখে দিলেন উত্তরাখন্ডের দেরাদুনের এক বৃদ্ধা। না কোন রক্তের সম্পর্ক নেই। পুষ্পা মুঞ্জিয়াল নামে ৭৮ বছরের ওই বৃদ্ধা নিজের ভালোলাগা থেকেই ওই সিন্ধান্ত নিয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৭৮ বছর। তিনি আদালতের কাছে তাঁর সম্পত্তি রাহুলের নামে হস্তান্তরিত করতে চেয়ে আবেদন জানিয়েছেন এবং নিজের করা উইলও আদালতে পেশ করেছেন। সংবাদসংস্থা সূত্রের খবর ইতিমধ্যেই নিজের সমস্ত সম্পত্তি উইল করে পুষ্পা দেবী দেরাদুনের কংগ্রেস সভাপতি লালচন্দ শর্মার হাতে তুলে দিয়েছেন।
গান্ধি-নেহেরু পরিবারের রাজনীতির উত্তরাধিকারের ব্যাটন তাঁর হাতে। কিন্তু ২০১৯ সালে লোকসভায় কংগ্রেসকে কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেননি দলের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধি।কিন্তু পুষ্পা মুঞ্জিয়ালের মত অনেকেই আছেন যারা নিখাদ কংগ্রেসী। দেশের রাজনীতিতে যে অদলবদলই হোক না কেন তাঁদের ভরসা হাতেই থাকে।
অন্যদিকে দেরাদুনের কংগ্রেস সভাপতি লালচন্দ জানিয়েছেন “ওই বৃদ্ধা আমাদের জানিয়েছেন দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী নিজেদের প্রাণ দিয়েছেন। সোনিয়া ও রাহুল গান্ধী দেশের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। এই ঘটনাতে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।”