অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ প্রশ্নে যুদ্ধাপরাধ বিচারের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে চান। খবর এএফপি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘একজন যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে বাইডেন সাংবাদিকদের বলেন, এ ক্ষেত্রে ‘যুদ্ধাপরাধের বিচার’ করা উচিত হবে।
বাইডেন অতীতেও পুতিনকে একজন যুদ্ধাপরাধী এবং ক্রেমলিনের চরম উসকানিদাতা হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, একেবারে সত্যি কথা হচ্ছে, আপনি দেখেছেন বুচায় কী ঘটেছে। এই লোক নিষ্ঠুর এবং বুচায় কী ঘটছে তা সবাই দেখছেন।
পুতিনকে ‘একজন যুদ্ধাপরাধী’ উল্লেখ করে বাইডেন আরও বলেন, এ ব্যাপারে বিচার করতে আমাদের বিস্তারিত জানতে হবে।
পরমাণু ক্ষমতাধর দেশ রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে সাবধান থাকা যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনে অর্থ ঢালা ও অস্ত্রের জোগান দেওয়া বজায় রেখেছে এবং রাশিয়ার আর্থিক অবস্থা দুর্বল করার লক্ষ্যে মস্কো ও পুতিনের অন্তরঙ্গ বন্ধুদের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।
বাইডেন জানান, এখন আরও নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করছেন। রুশ প্রতিপক্ষের উদ্দেশে বলেন, ‘তাকে জবাবদিহি করতে হবে।’