বাপের পথ ধরে হাঁটছে ছেলে কাই রুনিও

অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। নামটা আপনাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ইতোমধ্যে নামটি জানেন। ওয়েন রুনির নাম শুনেননি এমন ফুটবল সমর্থক খুব কমই আছেন।

বাপের পথ ধরে হাঁটছে ছেলে কাই রুনিও। ইতোমধ্যে প্রতিভার ঝলক দেখিয়েছে সে। তার বাম পায়ের দুর্দান্ত শটে গোলটি ফের স্মরণ করিয়ে দিল তার বাবা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফরোয়ার্ড রুনিকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১২ দলে হয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে বাঁকানো শটে গোল করেছে কাই।
https://www.dailymail.co.uk/sport/football/article-10684083/Wayne-Rooneys-son-Kai-scores-stunning-goal-Man-United-against-Man-City.html#v-5619550521108942668
ওয়েন রুনির বড় ছেলে ১১ বছরের কাই রুনি রেড ডেভিলদের একাডেমিতে যোগ দেয় ২০২০ সালের ডিসেম্বরে। এখন নিঃসন্দেহে বাবার দেখানো পথ অনুসরণ করে শীর্ষ লিগে খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছে সে।

গত মে মাসে, কিশোর রুনি স্টোক সিটির সিটির বিপক্ষে ইউনাইটেডের ৬-২ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে। এর কয়েক মাস পর, লিভারপুলের বিপক্ষে করে ৪ গোল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *