বিরোধীদের অনাস্থার পর ইমরান খান হয়ে উঠেছেন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন

অনলাইন ডেস্ক, ৪ এপ্রিল।। বিরোধীদের অনাস্থার পর ইমরান খান আরও জনপ্রিয় হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার তিনি এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে দেশটির সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না। বিরোধী দলের খুশি হওয়া উচিত পরবর্তী সাধারণ নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং আমি মনে করি ইমরান খান আরও ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী থাকবেন।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ২৪নিউজএইচডি জানিয়েছে, সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, শিগগিরই তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং স্বচ্ছ নির্বাচন হবে।

ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের অনাস্থা প্রস্তাব খারিজ নিয়ে ডেপুটি স্পিকারের রায়ের বিষয়ে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হওয়ায় এটিকে সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে বেআইনি বলে অভিহিত করা হয়েছে।

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সিদ্ধান্তই হোক আমরা মেনে নেব। এ বিষয়ে সর্বোচ্চ আদালত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, পাকিস্তানের মানুষ ইমরানের সিদ্ধান্তে আনন্দিত ছিল। কিন্তু ইমরানের ক্ষমতা না যাওয়ায় ভারতকে অবশ্যই খুব দুঃখিত হতে হবে।

সাবেক এই নিরাপত্তা আগে থেকেই বলে আসছিলেন, নির্বাচনই সঠিক পথ।

এর আগে, প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার অনুমোদন দেন পাকিস্তনের রাষ্ট্রপতি আরিফ আলভি।

পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি প্রত্যাখ্যান করেন। এরপরই বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করে।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *