রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে চীনকে সতর্ক করছে ইউরোপিয়ান ইউনিয়ন

অনলাইন ডেস্ক, ২ এপ্রিল।। ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে চীনকে সতর্ক দিয়েছে সম্প্রতি। এর একদিন পরই এক চীনা জ্যেষ্ঠ কূটনীতিক বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। খবর বিবিসি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াং লুটং বলেছেন, বেইজিং রাশিয়ার সঙ্গে অব্যাহত বাণিজ্যের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে সহায়তা করছে।

ইউক্রেন আক্রমণকে সামনে রেখে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞার তোপ দাগছে পশ্চিমারা। থেমে নেই ভ্লাদিমির পুতিনও, একাধিক পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি। এ সময়ে তার পাশে রয়েছে চীন।

ইতিমধ্যে পশ্চিমা দেশগুলো রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে বেইজিংয়ের অনিচ্ছা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছে বেইজিং নিষেধাজ্ঞার প্রভাব কমাতে রাশিয়াকে সমর্থন দিতে পারে।

যার রেশ ধরে শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রধান উরসুয়াল ভন ডের লেইন চীনকে সতর্ক করে দেন। তিনি বলেন, ইউরোপের ব্যবসায়িক খাত চীনের পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ দিকে গত সপ্তাহের শেষ দিকে দুই দিনের চীন সফর যান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার পরের গন্তব্যটি ছিল ভারত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *