স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ এপ্রিল।।আগরতলা বইমেলার আজ ছিল অষ্টম দিন। এবারের বইমেলার ভাবনা হলো আমার ত্রিপুরা আমার গর্ব। আজ হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কবি ও কবিতার মুক্তমঞ্চে ‘ত্রিপুরা পূর্ণরাজ্যের ৫০ বছর’ বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।
আলোচনাচক্রে কবি নকুল দাস, ডা. আশীষ কুমার বৈদ্য এবং ড. রবীন্দ্র কুমার দত্ত ত্রিপুরার পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০ বছর পূর্তির ইতিহাস তুলে ধরেন। সঞ্চালনা করেন তীর্ঘস্কর দাস। এছাড়া এই মঞ্চে মোট ৫৭ জন কবি বাংলা ভাষায় কবিতা পাঠ করেন। আবৃত্তিতে অংশ নেন ১০ জন। সঞ্চালনা করেন স্বাতী ইন্দু। গতকাল সপ্তম দিনে বইমেলায় মোট ৯ লক্ষ ৩৭ হাজার ৫৯৯ টাকার বই বিক্রি হয়েছে।
এদিকে আজ বইমেলায় মূল সাংস্কৃতিক মঞ্চ প্রয়াত গায়িকা মধুছন্দা চক্রবর্তীর নামে উৎসর্গ করা হয়। এই মঞ্চে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন লেখক ও গবেষক শ্যামল চৌধুরী। তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন বাড়ায় আজ বিজ্ঞানীরা চিন্তিত। এর মূল কারণ শিল্পে নির্গত অত্যধিক কার্বন ডাই অক্সাইড, নির্বিচারে গাছ কাটা, মাত্রাতিরিক্ত পেট্রোল ও ডিজেলের ব্যবহার। তিনি এই প্রবণতা রুখতে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে ও অধিক গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। আলোচনাচক্রটি সঞ্চালনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপঅধিকর্তা দেবাশীষ নাথ।
সন্ধ্যায় মধুছন্দা চক্রবর্তী স্মৃতি মঞ্চে ঊনকোটি জেলার গৌরমোহন দাস ও তার দল ধামাইল নৃত্য, দেওড়াছড়ার শিল্পীরা চেরো নৃত্য, দুদুক চাকমা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা চাকমা বিজু নৃত্য পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন বিশাল দেব ও মৃত্তিকা দাস। এছাড়া রাজ্যের বিশিষ্ট শিল্পীরা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বইমেলায় ওপেন ক্যুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।