অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র জানিয়েছে, যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য স্থান ও সময় নিয়ে তার দেশ ও রাশিয়ার মধ্যে কথা হচ্ছে। খবর রয়টার্স।
জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ইউক্রেন এবং রাশিয়া আলোচনার জন্য একটি স্থান এবং সময় নিয়ে আলোচনা করছে। শনিবার ফেসবুকে লেখেন, ‘আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি বলে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয়।
অস্ত্রবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় ইউক্রেন আগেও প্রস্তুত ছিল, এখনো আছে।’সের্গি নিকিফোরভের বিবৃতি প্রকাশের কিছু সময় আগে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারভ দাবি করেছিলেন, শুক্রবার কিয়েভ আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
আলোচনার ইস্যুটি আজ পর্যন্ত স্থগিত রাখতে চেয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় দিনে যুদ্ধ ছড়িয়ে পড়েছে রাজধানী কিয়েভের রাস্তায়। ধারণা করা হচ্ছে কিয়েভের পতন আসন্ন। তবে ইউক্রেনের দাবি, ৩৫০০ এর বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। দিনের শুরুতে রুশ ট্যাংক ধ্বংসসহ কঠোর প্রতিরোধের খবর দেয় ইউক্রেনের সেনাবাহিনী।