যশ এখনও পর্যন্ত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি অভিনেতা

অনলাইন ডেস্ক,১এপ্রিল।। দক্ষিণ ফিল্ম ইনডাস্ট্রির রকিং সুপারস্টার “যশ” (Yash ) এর আজ কোনো আলাদা পরিচয়ের প্রয়োজন হয় না। তাকে সাউথ সুপারস্টার বলা হলেও কম বলা হবে, হিন্দি বেল্টের দর্শকদের মধ্যেও যশ বলিউডের কোনো বড় তারকার চেয়ে কম জনপ্রিয় নন। যশকে এখনও পর্যন্ত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি অভিনেতাদের মধ্যে গণ্য করা হয়। কেজিএফ ছবি দিয়ে তিনি সিনেমা প্রেমীদের উপর যে জাদু করেছিলেন তা এখনও পর্যন্ত দ্রুত গতিতে বাড়ছে।

KGF অধ্যায় ১ এ পর্দায় যে ঝড় তুলেছিলেন তা এখনও থামেনি। যশ আবারও KGF 2 দিয়ে অ্যাকশন, বিনোদনকে দোলাতে প্রস্তুত। কেজিএফ চ্যাপ্টার ২ আগামী মাসের ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বলে জানা যাচ্ছে। দর্শক থেকে নির্মাতারা প্রত্যেকেই অনেকটাই আশাবাদী এই সিনেমা নিয়ে। বক্স অফিস আবারও তোলপাড় করেত পারে কন্নড় সুপারস্টার ‘যশ’ এর KGF 2।

যশের আসল নাম “নবীন কুমার গৌড়া”(Nabin kumar goura)। তবে যশের সাফল্যের এই প্রান্তে পৌঁছনোর যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। কর্ণাটকের ‘হাসান’ জেলায় অবস্থিত ‘বুভানাহাল্লি’ গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা পরিবহনে চাকরি করতেন। তিনি বিএমটিসি (BMTC) ট্রান্সপোর্ট সার্ভিসের চালক ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, যশের বাবা একজন বাস চালক,এবং যশের মা একজন গৃহিণী, অথচ তার ছেলে এত বড় তারকা।

সূত্রে খবর, যশ কেজিএফ অধ্যায় -২ এর জন্য প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যশ আজকের তারিখে একজন বিলিয়নিয়ার। কোটি টাকার সম্পত্তির পাশাপাশি যশের বেঙ্গালুরুতে একটি বিলাসবহুল বাংলো এবং অনেক দামি গাড়ি রয়েছে। তিনি অডি Q7 (১ কোটি টাকা) এবং রেঞ্জ রোভার (৮০ লাখ টাকা) এর মতো ব্র্যান্ডেড গাড়ির মালিক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *