রাশিয়া ‘নিকৃষ্টতর দেশে’ পরিণত হয়েছে :বেন ওয়ালেস

অনলাইন ডেস্ক,১এপ্রিল।। ইউক্রেনে আক্রমণের ফলে রাশিয়া ‘নিকৃষ্টতর দেশে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। খবর বিবিসি।

স্কাই নিউজের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের মতো শক্তিশালী নন। তিনি এখন নিজের তৈরি খাঁচায় থাকা একজন মানুষ।

ওয়ালেসের মতে, পুতিনের সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে এবং তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। রাশিয়ার গ্রেট আর্মির খ্যাতিও নষ্ট করা হয়েছে।

পুতিন প্রসঙ্গে আরও বলেন, ইউক্রেনের সঙ্গে যা করছেন শুধু ফলাফল নিয়েই নয়, নিজের সেনাবাহিনীর পরিণতি নিয়েও তাকে বাঁচতে হবে।

ওয়ালেস বলেন, রুশ বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে এবং ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিক তাদের লক্ষ্য বলে মনে হচ্ছে।

আগের অভিজ্ঞতার উল্লেখ করে জানান, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হবে। পরিস্থিতি আরও বেশি খারাপ হবে।

সঙ্গে যোগ করেন, আন্তর্জাতিক মিত্ররা সাঁজোয়া যান ও দূরপাল্লার কামান এবং গোলাবারুদসহ ইউক্রেনকে আরও সামরিক ও ‘প্রাণঘাতী’ সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *