ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলা

অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। তেল আবিবের উপকণ্ঠে মঙ্গলবার এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তিও নিহত হয়েছেন। ইসরায়েলের টেলিভিশনে হামলার ভিডিও প্রচার করা হয়েছে।

বিবিসি জানায়, মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেনি ব্র্যাক এলাকায় এই ঘটনা ঘটে। এটি দেশটির সবচেয়ে জনবহুল অতি-অর্থোডক্স ইহুদি অঞ্চলগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়।

ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি কালো পোশাক পরিহিত এবং তিনি ইসরাইলের বাণিজ্যিক রাজধানীর একটি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন। এসময় তিনি অ্যাসল্ট রাইফেলের দিকে ইঙ্গিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এবং তারপর রাস্তায় এবং একটি গাড়িতে থাকা মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি।

ম্যাগেন ডেভিড অ্যাডোম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, ওই দুর্বৃত্তও নিহতে হয়েছেন। তবে, কে বা কারা তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *