মালদ্বীপ সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর

অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। মালদ্বীপ সফরে থাকা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ভারত মহাসাগরীয় অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য দুই দেশের সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি মালদ্বীপের আদ্দু শহরে ন্যাশনাল কলেজ ফর পুলিশিং অ্যান্ড’ল এনফোর্সমেন্টের উদ্বোধন করেন। মালদ্বীপে এটাই ভারতের সর্ববৃহৎ প্রকল্প।

এস জয়শংকরের সঙ্গে ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মুহাম্মদ সালেহ্। জয়শংকর বলেন, ভারত এবং মালদ্বীপের বন্ধুত্ব ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতি এবং নিরাপত্তার জন্য খুবই জরুরি। তিনি পুলিশ কলেজ প্রকল্পকে দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক বলে অভিহিত করেন। মালদ্বীপ পুলিশ বাহিনী এই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তাঁকে ধন্যবাদও জানায়। ভারতের সর্দার প্যাটেল পুলিশ অ্যাকাডেমি (এসপিবিএনপিএ) এবং মালদ্বীপ পুলিশ বাহিনীর মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। জয়শংকর জানান, ভারত তার অ্যাকাডেমিতে মালদ্বীপ পুলিশ অফিসারদের জন্য প্রশিক্ষণের স্থান বাড়িয়ে ৮ করেছে।

মালদ্বীপ ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রধান সহযোগী দেশ। দুই দেশের মধ্যে সাম্প্রতিক কয়েক বছরে দ্বিপাক্ষিক এবং সুরক্ষা সম্পর্ক আরও মজবুত হয়েছে। জয়শংকর আরও জানিয়েছেন, তিনি মালদ্বীপের বাহিনীকে ১০টি উপকূলীয় র‍্যাডার সিস্টেম উপহার দিতে চলেছেন। এই র‍্যাডার ব্যবস্থা মালদ্বীপের উপকূলীয় নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে। তাঁর বক্তৃতা জয়শংকর বলেন, কোভিড মহামারীর সময় ভারত এবং মালদ্বীপ দুই দেশই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। মালদ্বীপের জনগণের প্রশংসা করে তিনি বলেন, তাঁরা এই কঠিন পরিস্থিতিকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। জয়শংকর এ বিষয়ে রাষ্ট্রপতি সালেহ্র ভূয়সী প্রশংসা করেন।

জয়শংকর বলেন, ‘আপনাদের ভ্যাকসিন প্রোগ্রাম, এয়ার বাবল সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত, আমাদের একসঙ্গে কাজ, আমি মনে করি কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং চ্যালেঞ্জ কীভাবে দুই প্রতিবেশি দেশকে কাছাকাছি নিয়ে আসে তার এক প্রকৃষ্ট উদাহরণ।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *