স্মিথের সঙ্গে রকের দ্বন্দ্ব অনেক পুরোনো

অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রবিবার রাতেই প্রথমবার রসিকতা করেননি মার্কিন কমেডিয়ান ক্রিস রক। এর আগেও করেছেন। তবে এবারই মনে হচ্ছে তার এমন রসিকতার দিন শেষ হতে চলেছে।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় উইল স্মিথের প্রতি আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অস্কার পুরস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার এ নিন্দা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিন্দা প্রকাশের পাশাপাশি একাডেমি এ ঘটনার পর্যালোচনাও শুরু করেছে। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী এবং ব্যক্তির সামাজিক আচরণের মানদণ্ডের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার রাতে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথের মাথার চুল নিয়ে কৌতুক করেন ক্রিস রক। জাডা পিংকেট ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। জাডার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। কিন্তু স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রসিকতা করাতেই মেজাজ হারান স্মিথ। মঞ্চে উঠে ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। এটি গতকাল থেকে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা।

ইনস্টাগ্রামে দেয়া বিবৃতিতে উইল স্মিথ নিজেও স্বীকার করেছেন, সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, গতরাতে আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য এবং অমার্জনীয়। নিজেকে নিয়ে ঠাট্টা আমাদের পেশার অংশ, কিন্ত আমার স্ত্রী জেডার শারিরীক অসুস্থতা নিয়ে ঠাট্টা আমার জন্য বেশি হয়ে গিয়েছিল এবং আমি সহ্য করতে না পেরে আবেগতাড়িত হয়ে পড়ি।

ক্রিস রককে সরাসরি সম্বোধব করে উইল স্মিথ বলেন তার এই আচরণ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এর জন্য আ্যকাডেমি কর্তৃপক্ষ ও উইলিয়ামস পরিবারের কাছেও ক্ষমা চান স্মিথ।

তিনি বলেন, আমার আচরণ, যা আমাদের সবার এই মহোত্তম যাত্রাকেই কলঙ্কিত করেছে, এর জন্য আমি গভীরভাবে দুঃখিত।

অভিনেত্রী ডেমি মুর ‘জি.আই জেন’ সিনেমায় অভিনয়ের জন্যই তার মাথার চুল কামিয়েছিলেন। কিন্তু জাডা পিঙ্কেট স্মিথের মাথার চুল পড়ে গেছে, কারণ তিনি অ্যালোপেসিয়া নামের একটি রোগে ভুগছেন।

কিন্তু ক্রিস রক সেটা নিয়েই মজা করে বলেন, ‘জাডা আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ‘জি.আই জেন-২’ সিনেমার নায়িকা হিসেবে দেখার জন্য অপেক্ষায় আছি’।

২০১৬ সালের অস্কারেও ক্রিস রক পিঙ্কেট স্মিথ এবং তার স্বামী উইল স্মিথের অস্কার বয়কট করার বিষয়ে রসিকতা করেছিলেন। স্মিথ দম্পতি সেবার বৈচিত্র্যের অভাব থাকার অভিযোগে একাডেমি অ্যাওয়ার্ডকে বয়কট করেছিলেন। তাদের অভিযোগ ছিল, অস্কারে শুধু শেতাঙ্গদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

ক্রিস রক বলেছিলেন যে, কোনো কৃষ্ণাঙ্গ অভিনেতা-অভিনেত্রীকে মনোনয়ন না দেওয়ায় স্মিথ দম্পতি এবং কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি ক্ষেপেছেন।

অনুষ্ঠানের সূচনা করার সময় রক বলেছিলেন, ‘জাডার অস্কার বয়কট করা আমার রিহানার প্যান্টি বয়কট করার মতোই। আমাকে আমন্ত্রণ জানানো হয়নি’।

রক আরও রসিকতা করে বলেন যে, তিনি পিঙ্কেট স্মিথের রাগের কারণ বুঝতে পেরেছেন।

রক বলেন, ‘জাডা ক্ষেপেছে কারণ তার স্বামী উইলকে ‘কনকাশন’-এর জন্য মনোনীত করা হয়নি’। ‘কনকাশন’ ২০১৫ সালের একটি সিনেমা। ফুটবল সংক্রান্ত এই সিনেমায় উইল স্মিথ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

রক বলেন, ‘আমি বুঝতে পেরেছি। এটা ঠিক নয়। কারণ উইল অনেক ভাল অভিনয় করেছিলেন। কিন্তু তারপরও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ১৯৯৯ সালের সিনেমা ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’-এর জন্য উইলকে ২০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল, সেটাও ঠিক হয়নি’।

রকের ওই কৌতুকের করেকদিন পর পাপারাজ্জিরা পিঙ্কেট স্মিথকে সে সম্পর্কে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার হাতে আরও অনেক কাজ আছে মাথা ঘামানোর জন্য’।

উইল স্মিথ তখন নিউ ইয়র্ক সিটিতে ‘কোলাটেরাল বিউটি’ নামের একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। তাকেও এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কেবল মুচকি হাসেন এবং একটি শান্তি চিহ্ন দেখান।

স্মিথ এবং ক্রিস রকের মধ্যে সম্পর্ক শুরু হয় ১৯৯০-র দশকে। স্মিথের হিট সিরিজ ‘দ্য ফ্রেশ প্রিন্স অফ বেল-এয়ার’-এ অভিনয় করেছিলেন ক্রিস রক। এতে তিনি মরিস এবং মরিসের বোন জেসমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১৮ সালে উইল স্মিথ তার প্রাক্তন স্ত্রী শেরী জাম্পিনোকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। যিনি স্মিথের প্রাপ্তবয়স্ক ছেলে ট্রের মা।

স্মিথ লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, @shereezampino। #BestBabyMamaEver! 🙂 আমি তোমাকে ভালোবাসি, রি-রি’।

তখন ক্রিস রক একটি মন্তব্যে লিখেছিলেন, ‘বাহ। আপনার খুব বোধগম্য একজন স্ত্রী আছে’। যার জবাবে জাম্পিনো বলেছিলেন, ‘ঘৃণা করো না’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *