অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। সশরীরে না হলেও ভার্চুয়ালি উপস্থিত থেকে হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাব তিথিতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ঠাকুরনগরে পুণ্যস্নান এবং মতুয়া মেলা শুরু হবে। তার আগে বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে নিজের ছবি ট্যুইটারে শেয়ার করে স্মৃতি রোমন্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাতে লেখা এই ট্যুইটে নিজের ঠাকুনগরে আসার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদও তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেই দাবি প্রধানমন্ত্রীর।
বিকেল সাড়ে চারটে নাগাদ ভার্চুয়ালি মতুয়া ভক্তদের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে আপ্লুত মোদি। “নিজেকে ধন্য বলে মনে করছি” বলে টুইটে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। পিএমও দফতর থেকে এও জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ২৯ তারিখ বিকাল সাড়ে চারটে নাগাদ মতুয়া ধর্মমেলাকে সম্বোধিত করবেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাতে মানুষ আসতে পারেন তাই প্রধানমন্ত্রী,রেলমন্ত্রী সুবিধা করে দিয়েছেন। এটা মতুয়া সমাজকে ও ঠাকুরের জন্মদিনে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে। আগে তা কখনই করা হয়নি। এটা আমাদের কাছে বড় পাওয়া।