নতুন এক রেকর্ডের দিকেও পা বাড়ালেন কোহলি

অনলাইন ডেস্ক, ২৯ মার্চ।। হার দিয়ে আইপিএলের পঞ্চদশ আসর শুরু হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রানের পাহাড় গড়েও জিততে পারেনি আরসিবি।

৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২০৫ রান করে বেঙ্গালুরু। ওপেনিংয়ে ঝড় তোলেন ফাফ ডু প্লেসি। ৫৭ বলে ৮৮ রানের ইনিংস খেলেন আরসিবি অধিনায়ক।

এরপর বিরাট কোহলির ২৯ বলে অপরাজিত ৪১ এবং উইকেটরক্ষক দীনেশ কার্তিকের ১৪ বলে অপরাজিত ৩২ রানের ক্যামিও দলকে এনে দেয় বড় পুঁজি। কিন্তু এত বিশাল লক্ষ্যকেও মামুলি বানিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। দল হারলেও ব্যাটারদের পারফরম্যান্সে খুশি আরসিবির ম্যানেজমেন্ট।

এই ম্যাচ দিয়ে নতুন এক রেকর্ডের দিকেও পা বাড়ালেন কোহলি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। এই মাইলফলকে পা রাখার পথে আরসিবির সাবেক অধিনায়ক টপকে গেছেন ডেভিড ওয়ার্নারকে।

১৪৫৬২ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ক্রিস গেইল। দুইয়ে থাকা শোয়েব মালিকের রান ১১৬৯৮। ১১৪৩০ রান নিয়ে তিনে কাইরন পোলার্ড। ১০৪৪০ রান নিয়ে চারে অ্যারন ফিঞ্চ। পাঁচে উঠে আসা কোহলির রান ১০৩১৪। একধাপ নিচে নেমে যাওয়া ওয়ার্নারের সংগ্রহ ১০৩০৮ রান।

এই ছয় ব্যাটার ছাড়া আর কারও সীমিত ওভারের এই ক্রিকেটে ১০ হাজার রান নেই। এই অভিজাত তালিকায় নাম লেখানোর জন্য আর মাত্র ৬৪ রান দরকার রোহিত শর্মার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *