লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে শ্রদ্ধা জানায়নি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, ক্ষুব্ধ ভক্তরা

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। অস্কার অনুষ্ঠান মানেই সেখানে থাকবে ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্ট। এটি ছাড়া অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। এই অনুষ্ঠানে বিশ্ব সেই সব চলচ্চিত্র ব্যক্তিত্বকে স্মরণ করা হয় যাঁরা গত এক বছরে পরলোকে গিয়েছেন।

এ বছর অনুষ্ঠানটি সিডনি পোইটিয়ারকে দিয়ে শুরু হয়েছিল। এরপর উইলিয়াম হার্ট, ইভান রেইটম্যান, বেটি হোয়াইট, নেড বিটি, স্যালি কেলারম্যান, ডিন স্টকওয়েল, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা পিটার বোগডানোভিচ এবং রিচার্ড ডোনারকে শ্রদ্ধা জানানো হয়। কিন্তু লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমারকে ‘ইন মেমোরিয়াম’-এ শ্রদ্ধা জানায়নি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। এছাড়া কৌতুক অভিনেতা বব সেগেটকে বাদ দিয়েছে তারা।

সম্প্রতি বাফটাতে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হয়। কিন্তু অস্কারের মঞ্চে তাঁকে স্মরণ না করায় ভক্তরা ক্ষিপ্ত হয়ে পড়েন। টুইটার ভরে গিয়েছে ক্ষুব্ধ ভক্তদের টুইটে।

এ বছর ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ২০০১ সালে তিনি ‘ভারতরত্ন’ পান। এর আগে তিনি ‘পদ্মবিভূষণ,’ ‘পদ্মভূষণ’, ‘দাদা সাহেব ফালকে’ পুরষ্কার সম্মান পান। তিনি একাধিক জাতীয় পুরষ্কার পেয়েছেন। ছোটবেলায় বাবার কাছে হাতেখড়ি হয় লতার। তাঁকে পথ দেখান বাবা দীনানাথ মঙ্গেশকর। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর থেকে পথ চলা শুরু হয় এই ভারতের নাইটেংলের। প্রথমবার রেডিওতে দুটি গান গেয়েছিলেন লতা।

এরপর ১৯৪৮ সালে একটি মারাঠি ছবিতে প্লেব্যাক গাওয়ার সুযোগ পান লতা। এরপর ১৯৪৮ সালে হিন্দি সিনেমা মজবুর-এ গান গেয়ে সকলকে মাতিয়ে দেন লতা। এরপর ১৯৪৯ সালে মহল সিনেমায় তাঁর গলায় সুপারহিট গান রেকর্ড হয়। সেই সময়ে তাঁর গলায় শোনা যায় ‘আয়েগা আনেওয়ালা’। এরপর থেকেই তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। একের পর এক সুপারহিট গান সকলকে উপহার দেন লতা।

গত বছর জুলাই মাসে প্রয়াত হন বলিউডের সুপারস্টার, কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। কয়েকদিন আগেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তাঁর মৃত্যুর পর সিনেদুনিয়ায় বলিউড থেকে টলিউড, সকলেই একযোগে শোকবার্তা শেয়ার করে সোশ্যাল মিডিয়ার পাতায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *