গ্রানাদা টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। গ্রানাদা টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে ইংল্যান্ড। চতুর্থদিনে ১০ উইকেটের হারে সিরিজও খোয়াল ইংলিশরা। তিন টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ইংলিশদের হারটা তৃতীয়দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কাইল মেয়ার্সের আঘাত ধ্বংসস্তুপে পরিণত হওয়া স্বাগতিকেরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

৮ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। তার সঙ্গে মাত্র ১৭ রান যোগ হতেই শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। দিন শুরুর প্রথম ঘণ্টাতেই শেষ দুই উইকেট হারায় ইংল্যান্ড।

এর ৩০ মিনিট পরেই ২৮ রানের লক্ষ্য হেসেখেলে জিতে নেয় উইন্ডিজ। ১০ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ইংলিশরা। মাত্র ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে রিচার্ড-বোথাম ট্রফির শিরোপা ঘরে রেখে দেয় ক্যারিবিয়ানরা।

এ নিয়ে টানা চার টেস্টে হারল ইংল্যান্ড। সেই সংখ্যা পাঁচে দাঁড়াবে যদি ভারতের বিপক্ষে অসমাপ্ত সিরিজের শেষ টেস্টটি হারে তারা। সেই সঙ্গে মোট ৯ টেস্টে জয়ের মুখ দেখেনি জো রুটের দল।

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর উইন্ডিজ সফরে গিয়ে সিরিজ হারল ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে হার তাদেরকে ঠেলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার সবারে নিচে।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রান ও পাঁচ ক্যাচ নিয়ে ম্যাচ সেরা হয়েছেন উইন্ডিজ উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা। পুরো সিরিজে ৩৪১ রান ও ১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।

সংক্ষিপ্ত স্কোর

গ্রানাদা টেস্ট (চতুর্থ টেস্ট)

ইংল্যান্ড ২০৪ ও ১২০ (লিস ৩১; মেয়ার্স ৫/১৮)

ওয়েস্ট ইন্ডিজ ২৯৭ ও ২৮-০ (ব্রাথওয়েট ২০*)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *