মারা গেছেন এক সময়ের পর্দা কাঁপানো নায়ক অভিষেক চট্টোপাধ্যায়

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ ।। মারা গেছেন পশ্চিমবঙ্গের এক সময়ের পর্দা কাঁপানো নায়ক অভিষেক চট্টোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার একটি রিয়্যালিটি শো’তে অসুস্থ হয়ে পড়েন অভিষেক। এরপর রাত পৌনে ২টার দিকে বাড়িতে মারা যান। এর আগে দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি।

এ দিন শুটিংয়ে শরীর খারাপ করলেন তড়িঘড়ি বাড়িতে ফেরেন অভিষেক। বাড়িতেই শুরু করা হয় প্রাথমিক চিকিৎসা, দেওয়া হয় স্যালাইনও। তবে খুব একটা সময় দেননি অভিনেতা, কিছুক্ষণের মধ্যে সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধারণা করা হচ্ছে, ডিহাইড্রেশন থেকেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তার মৃত্যুকে ইতিমধ্যে একাধিক সহকর্মী শোক প্রকাশ করেছেন।

একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে অভিষেককে। এর মধ্যে রয়েছে সুরের আকাশে, লাঠি, সবার ওপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন ও আপন হলো পর৷

টালিগঞ্জের মিঠুদা বলে পরিচিত অভিষেক চলচ্চিত্রের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছেন। সম্প্রতি মোহর, খড়কুটো ধারাবাহিকে দেখা গেছে তাকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *