মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ ।। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট। বুধবার তার পরিবার খবরটি জানিয়েছে। মৃত্যুকালে ম্যাডেলিনের বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৬ সালে তাকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে বেছে নিয়েছিলেন। ম্যাডেলিন ক্লিনটন প্রশাসনের শেষ চার বছর ওই পদে অধিষ্ঠিত ছিলেন।

দায়িত্ব পালনকালে তিনি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের ইতিহাসে সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন প্রথম নারী। তবে প্রাগের অধিবাসী হওয়ায় ম্যাডেলিন অলব্রাইট প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য ছিলেন না।

তার পরিবার টুইটারে বলেছে, ‘তিনি পরিবার ও বন্ধুদের দ্বারা বেষ্টিত ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, নানি, বোন, খালা ও বন্ধুকে হারিয়েছি।’

২০১২ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদকে ভূষিত করেন অলব্রাইটকে। পদক প্রদান অনুষ্ঠানে ওবামা বলেন, ‘তার জীবন সব আমেরিকানের জন্য একটি অনুপ্রেরণা।’

ম্যাডেলিন অলব্রাইট ১৯৫৯ সালে ওয়েলেসলি কলেজ থেকে স্নাতক হন। তিনি সাংবাদিক হিসেবেও কাজ করেন। পরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ১৯৬৮ সালে স্নাতকোত্তর ও ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি কার্টার প্রশাসনের সময় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেন এবং ক্লিনটনের নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের বৈদেশিক নীতি সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। ক্লিনটন তাকে ১৯৯৩ সালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন।

অলব্রাইট বেশ কিছু বইও লিখেছেন। তিনি ১৯৫৯ সালে শিকাগোর মেডিল-প্যাটারসন সংবাদপত্র পরিবারের উত্তরসূরি সাংবাদিক জোসেফ অলব্রাইটকে বিয়ে করেন। তাদের তিনটি মেয়ে রয়েছে । ১৯৮৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

ম্যাডেলিন অলব্রাইট ১৯৩৭ সালে চেকোস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণ করেন। তার বাবার ছিলেন কূটনীতিক। ১৯৩৯ সালে জার্মানির নাৎসি বাহিনী চোকোস্লোভাকিয়া দখল করার পর তাদের দেশ ছাড়তে বাধ্য করে।

১৯৪৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান ম্যাডেলিন এবং রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে। ওই সময় তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় পান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *