উদয়পুরে সার্ভিস রাইফেলে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

উদয়পুর, ২১ এপ্রিল : সার্ভিস রাইফেলে গুলিবিদ্ধ হলেন বিএসএফ জওয়ান৷ ঘটনাটি ঘটেছে সোমবার গোমতী জেলার উদয়পুরের মাহারানীস্থিত বিএসএফ ক্যাম্পে৷ গুরুতর আহত বিএসএফ জওয়ানের নাম মণি কুন্দন৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পের অন্যান্য জওয়ানদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, এদিন সকালে মণি কুন্দন নামে এক বিএসএফ জওয়ানকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ তাঁর বুকে বাঁদিকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে৷ প্রাথমিক চিকিৎসা করে তাঁকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ ওই চিকিৎসক আরও জানিয়েছেন, প্রথমে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানকে নিয়ে যাওয়া হয়েছিল নতুনবাজার স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়৷ চিকিৎসক আরও জানিয়েছেন, তিনি বিএসএফের অন্যান্য জওয়ানদের মাধ্যমে জানতে পেরেছেন মণি কুন্দন নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়েছেন৷ তবে কি কারণে গুলি চালিয়েছেন এই ব্যাপারে বিএসএফ জওয়ানরা কিংবা চিকিৎসক কিছুই স্পষ্ট করে বলেননি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *