আগরতলা, ১৮ এপ্রিল : শুক্রবার সারা বিশ্ব এবং সমগ্র দেশের সাথে ত্রিপুরায়ও গুড ফ্রাইডে পালন করা হয়। এই উপলক্ষে গির্জাগুলিতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় যোগ দেন প্রচুর সংখ্যক খ্রিষ্টান ধর্মাবলম্বীর জনগণ।
গোটা বিশ্ব এবং সারা দেশের সাথে শুক্রবার রাজ্যেও যথাযথভাবে পালিত হল গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে উপলক্ষে এদিন রাজ্যের গির্জাগুলিতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজধানী আগরতলা শহরের সুপারি বাগানস্থিত ব্যাপটিস্ট চার্চে গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা।
প্রার্থনা সভায় প্রচুর খ্রিষ্টান ধর্মাবলম্বী জনগণ সমবেত হন। তারা প্রার্থনা সভায় যোগদান করেন। এদিন আগরতলার সুপারি বাগানস্থিত ব্যাপটিস্ট চার্চে বিশেষ প্রার্থনা সভায় যোগ দেওয়ার পর এক খ্রিষ্টান ধর্মাবলম্বী জানান, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে গুড ফ্রাইডে একটি বিশেষ দিন। গুড ফ্রাইডে না হলে ক্রিসমাস থাকত না। তিনি আরো জানান, মানব প্রেমের জন্যই ক্রুশবিদ্ধ হয়েছিলেন প্রভু যীশু।