আগরতলা, ১৭ এপ্রিল : তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটের ভোট ব্যাঙ্কের রাজনীতির বিচার করবেন জনগণ। বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপি আয়োজিত ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, যারা ওয়াকফ সম্পত্তি নিজের দখলে করে নিয়েছেন তাদের জবাব দিতে হবে।
সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে লোকসভায় দীর্ঘ বিতর্কের পর ২৮৮-২৩২ ভোটের ব্যবধানে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়। এর পরদিন রাজ্যসভায়ও দীর্ঘ বিতর্কের পর ১২৮-৯৫ ভোটের ব্যবধানে এই বিলটি পাস হয়। এই বিল পাস হওয়ার পরই বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনগুলি এই বিলের তীব্র আপত্তি জানায়। দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রতিবাদ আন্দোলন শুরু করে। এতে জনসাধারণ বিভ্রান্ত হচ্ছেন। জনগণের মন থেকে এই বিভ্রান্তি দূর করতে বিজেপির রাষ্ট্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে সারা দেশে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান শীর্ষক এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচি অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ বিজেপির একাধিক জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।
এদিন এই অভিযান সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটের বিরুদ্ধে একহাত নেন। তিনি জানান, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট সব সময় ভোট ব্যাঙ্কের বিচার করে। দেশের জনগণের পরম্পরা এবং আস্থাকে তারা বিশ্বাস করে না। তিনি আরো বলেন, পরিবারতন্ত্রে বিশ্বাসী কংগ্রেস এতটাই নিচে নেমে গেছে যে পরিবারের সদস্যদের ছাড়া তারা কিছুই বোঝেন না। তিনি জানান, জনতা এর বিচার করেছে এবং আগামীদিনেও করবে। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল গরীব মুসলিমদের ভালোর জন্য। যারা মুসলিমদের সর্দার হয়ে বসে আছেন এবং ভোট ব্যাঙ্কের ব্যবসা করছেন তারাই এর প্রতিবাদ করছেন।
প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ২০১৩ সালে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস দল ওয়াকফ বিল সংশোধন করে। আজ যারা এর বিরোধিতা করছেন তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই তখন কংগ্রেস এর সংশোধনী বিল এনেছিল। বর্তমান সরকার ওয়াকফ বিলের সংশোধন করেছে। এই সংশোধনী বিলে বলা হয়েছে, ধর্মীয় আচার ব্যবহারের উপর কোন ধরনের হস্তক্ষেপ করা হবে না। নারী পুরুষ সহ পিছিয়ে পড়া মুসলিমদের ওয়াকফের সাথে সংযুক্ত করে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই বিলের সংশোধনী আনা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি আরো বলেন, যারা ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নিয়ে গেছেন তাদের আঁতে ঘা লেগেছে। তাই তারা এর বিরোধিতা করছেন। কারণ তাদের জবাব দিতে হবে।