রেগার বকেয়া মজুরির দাবিতে গণ্ডাছড়ায় পথ অবরোধ করলেন শ্রমিকরা

গণ্ডাছড়া, ১৭ এপ্রিল : রেগার বকেয়া মজুরি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ধলাই জেলার গণ্ডাছড়ায় পথঅবরোধ করলেন মহকুমার রেগা শ্রমিকরা। রেগা শ্রমিকদের অভিযোগ, কথা দিয়েও কথা রাখেনি গণ্ডাছড়া মহকুমার ব্লক প্রশাসন। ফলে বাধ্য হয়ে নিজেদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন রেগা শ্রমিকরা।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থ বছরে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার দুইটি আর ডি ব্লক তথা ডুম্বুরনগর এবং রইস্যাবাড়ী আর ডি ব্লকের অধীন ২৭টি এডিসি ভিলেজে রেগা শ্রমিকরা পাওনা রয়েছে প্রায় আড়াই কোটি টাকা। রেগা শ্রমিকদের অভিযোগ গত ৪ মাস ধরে তারা মজুরি পাচ্ছে না।বারবার এডিসি ভিলেজ অফিস, ব্লক অফিসে গিয়েও কাজের কাজ কিছুই হয়নি। চলছে শুধু হয়রানি।

রেগা শ্রমিকরা আরো অভিযোগ করে জানান, চলতি এপ্রিল মাসে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছিলেন চৈত্র সংক্রান্তির পূর্বেই রেগার বকেয়া মজুরি শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু, কথা দিয়েও কথা রাখেনি প্রশাসনিক কর্মকর্তারা। ফলে প্রশাসনিক কর্মকর্তাদের উপর ভরসা হারিয়ে বৃহস্পতিবার গণ্ডাছড়া মহকুমার অন্তর্গত গণ্ডাছড়া -আমবাসা সড়কের নিউ ভগীরথ কলোনীর মুখে রেগার বকেয়া মজুরি আদায়ের লক্ষ্যে সকাল থেকেই পথ অবরোধে বসে রেগা শ্রমিকরা।

সংবাদ পেয়েই অবরোধস্থলে ছুটে যায় পুলিশ এবং টিএসআর বাহিনী।ততক্ষণে অবরোধস্থলের দুইদিকে ছোট বড় বহু যানবাহন আটকা পড়ে যায়। আটকা পড়ে যায় বহু ছাত্রছাত্রী সহ সরকারি কর্মচারীরা। অবরোধস্থলে পৌঁছেন ডিসিএম দিলীপ দেববর্মা। বেলা ১১টায় ঘটনাস্থলে পৌঁছেন ডুম্বুরনগর ব্লকের বিডিও জয়দীপ দেববর্মা। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক দুই কর্মকর্তা পথ অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। দুপুরের পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *