আমবাসা, ১ এপ্রিল : মঙ্গলবার ধলাই জেলার কচুছড়াস্থিত টিএসআর তৃতীয় বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইজিপি (টিএসআর) কেরি মারাক, ডিআইজি (নর্দান রেঞ্জ) রতি রঞ্জন দেবনাথ, বাহিনীর কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা, ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস সহ রাজ্য পুলিশ ও টিএসআর এর উচ্চপদস্থ আধিকারিকরা।
বাহিনীর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি মুমূর্ষ রোগীদের কল্যাণার্থে রক্তদানে এগিয়ে আসেন বাহিনীর জওয়ানরা। ১০১ জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। তাছাড়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাহিনীর তরফ থেকে এলাকার দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং এলাকার যুবকদের প্রদান করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী।
সেই সাথে বাহিনীর এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনীর। সাথে তাদের বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়।
তৃতীয় বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরুর আগেই এই বাহিনীর যে সকল জওয়ানরা রাজ্যে শান্তির পরিস্থিতি তৈরি করতে শহিদের মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। রাজ্যের সেই কঠিন পরিস্থিতি মোকাবেলায় এই বাহিনীর অবদান অনস্বীকার্য। বর্তমানে যেকোন পরিস্থিতিতে এই বাহিনী এখনো মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি প্রত্যেককে অভিনন্দন জানান।