গত সাত বছরে ১৭ হাজার ৫৫৪টি শূন্যপদ পূরণ করা হয়েছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১ এপ্রিল : গত সাত বছরে মোট ১৭ হাজার ৫৫৪ টি শূন্যপদ পূরণ করা হয়েছে। ত্রিপুরা সরকার শূন্যপদ পূরণে আন্তরিক। মঙ্গলবার বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এক দৃষ্টি আকর্ষণী নোটিশে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় বিধানসভায় এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ সংক্রান্ত একটি দৃষ্টি আকর্ষণী নোটিশ উত্থাপন করেন। এর জবাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট ৩১ হাজার ৫৬টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। সরকার গত সাত বছরে ১৭ হাজার ৫৫৪টি শুন্যপদ পূরণ করেছে।

অর্থমন্ত্রী আরও জানান ,রাজ্য সরকার শূন্যপদ পূরণে আন্তরিক। তিনি জানান, বেতন ভাতার পার্থক্য থাকায় স্যালারিতে তারতম্য হয়। তিনি আরো জানান, সরকার ডাই ইন হার্নেসে ১৫৪০ জনকে চাকরি প্রদান করেছে। এছাড়া আরো ১২ হাজার ৩৩৮টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর। তিনি জানান, স্বচ্ছ ভাবে চাকুরি দেওয়া হচ্ছে। তাই চাকরি প্রদানে কিছুটা সময় লেগে যাচ্ছে। তবে চাকরি প্রদানের ক্ষেত্রে সময় যেন আরো কম লাগে সেই চেষ্টা চলছে।

এদিন অর্থমন্ত্রীর দেওয়া তথ্যের উপর পয়েন্ট অফ ক্লারিফিকেশন এনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, ১৯৭২ সালে পূর্ণ রাজ্য গঠিত হয়। সেই থেকে এখন পর্যন্ত টিপিএসসির মাধ্যমে টিসিএসের মাত্র ১৮ টি ব্যাচের চাকরি হয়েছে। বিধায়ক আরো জানান, রাজ্য সরকার সময়মতো শশূন্যপদ পূরণ না করায় স্যালারি এক্সপেন্ডিচারে প্রায় ৭০০ কোটি টাকা কম খরচ হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *