অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার তীব্র বোমা হামলার মাঝে এক লাখের মতো মানুষ অবরুদ্ধ রয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলে। খবর সিএনএন।
মঙ্গলবার রাতে ফেসবুকে তিনি বলেন, আজ পর্যন্ত, শহরে প্রায় এক লাখ মানুষ রয়েছে। অমানবিক পরিস্থিতি ও সম্পূর্ণ অবরোধে তাদের খাবার, পানি ও ওষুধ নেই। অবিরাম গোলাগুলি ও ক্রমাগত বোমা হামলার মধ্যে রয়েছেন তারা।
জেলেনস্কি আরও অভিযোগ করেন, মানবিক করিডরের মাধ্যমে বেসামরিক নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টা রাশিয়ার ‘গোলাবর্ষণ বা ইচ্ছাকৃত সন্ত্রাস’ দ্বারা বাধাগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার বেসামরিক নাগরিককে সাহায্য করতে যাওয়ায় ইউক্রেনের সরকারি কর্মী ও তাদের বাস চালককে বন্দী করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সঙ্গে যোগ করেন, সব বাধা সত্ত্বেও মঙ্গলবার মারিউপোলের সাত হাজার ২৬ বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে।
এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিউপোল শহরকে আত্মসমর্পণের সময় বেধে দেয় রুশ বাহিনী। কিন্তু কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
ইতিমধ্যে শহরটির বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর আক্রমণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়, হাসপাতাল ও থিয়েটারে বোমাবর্ষণ করা হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, সেখানে কিছুই অবশিষ্ট নেই।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেন গত দুই সপ্তাহে এক লাখ টন মানবিক সহায়তা পেয়েছে।
জেলেনস্কি মঙ্গলবার পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলেছেন ও তাকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এরপর একে একে বড় কয়েকটি শহরের পতন ঘটেছে। বর্তমানে রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ বাহিনী।