ইসরায়েলের একটি শপিং সেন্টারে হামলা

অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি শপিং সেন্টারে হামলায় চারজন নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন হামলাকারীও। আহত হয়েছেন কয়েকজন। খবর বিবিসি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাওশিব শহরে বিগ নামের একটি শপিং সেন্টারে ছুরির আঘাতে তিনজন নিহত হন। এরপর আততায়ীর গাড়িচাপায় আরেকজন নিহত হন।

এ ছাড়া পালিয়ে যাওয়ার সময় এক বাসচালকের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলছে, হামলাকারী একজন ইসরায়েলি আরব। আইএস গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কারণে একবার তার কারাদণ্ড হয়েছিল।

হামলাকারীর নাম মুহাম্মদ গালিব আহমাদ আবু আলকিয়ান। বাওশিব থেকে ১২ মাইল দূরে বেদুইনদের হুরা শহরের স্কুলশিক্ষক তিনি। আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করায় ২০১৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অপরাধী সাব্যস্ত হলে দণ্ড শেষে ২০১৯ সালে ছাড়া পান তিনি।

এ ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসী হামলা অভিহিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *