স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ মার্চ।। আসন্ন ৪০তম আগরতলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার পাশাপাশি একে ঐতিহাসিক রূপ দেওয়ার লক্ষ্যে আজ আগরতলা পুর নিগমের মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনাকালে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অন্যান্য মেলার সঙ্গে বইমেলার তুলনা চলেনা। এই মেলা হলো মনন ও স্বকীয়তার মেলা। এবারকার বইমেলার থিম আমার ত্রিপুরা, আমার গর্ব। বইমেলা আগামী ২৫ মার্চ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্বোধন করবেন। বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে বইয়ের স্টল রেকর্ড সংখ্যায় অংশগ্রহণ করবে। সকলের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমে এবারের বইমেলাকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর।
তথ্যমন্ত্রী শ্রীচৌধুরী আশা প্রকাশ করেন, ৪০তম বইমেলা এক স্মরণীয় মেলায় পরিণত হবে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বইমেলা হচ্ছে প্রাণের উৎসব। একে সফল করে তুলতে সবাইকে সবান্ধব এগিয়ে আসতে হবে। সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা জানান, আমার ত্রিপুরা, আমার গর্ব এই থিমটিকে এবারের মেলায় পুষ্পনাপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হবে। মেলাকে উপভোগ করার জন্য তিনি সভায় উপস্থিত সকলকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানান।
এছাড়াও সভায় আলোচনা করেন মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য। সভার শুরুতে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রীকে রিসা ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও সভায় আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিল ও জোনাল চেয়ারম্যানগণ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে গোয়েল, ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার দিব্যেন্দু চক্রবর্তী সহ পুর নিগমের কাউন্সিলারগণ উপস্থিত ছিলেন৷