অনলাইন ডেস্ক, ২২ মার্চ ।। দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে আর দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বর গ্রাহ্য হবে না। নতুন নিয়মে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সকল ছাত্রছাত্রীকে দিতে হবে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা।
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী দেশের সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের ভর্তির জন্য দিতে হবে কমন এন্ট্রান্স টেস্ট। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানাল ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন বা ইউজিসি।
ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার এই নির্দেশিকা জারি করেছেন। বলা হয়েছে, জুলাই মাসের প্রথমেই এই অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার যাবতীয় ব্যবস্থা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। ওই অভিন্ন প্রবেশিকা পরীক্ষা দিয়েই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, বর্তমানে গোটা দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৫টি। বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষাবর্ষ থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী ভর্তি করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে দিতে হবে প্রবেশিকা পরীক্ষা।
ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির সিলেবাসের উপর ভিত্তি করে প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। প্রশ্নপত্রের ধরন কেমন হবে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ মার্কিং। অর্থাৎ ভুল উত্তর লিখলে নম্বর কেটে নেওয়া হবে। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম, উর্দু, কন্নড়, অসমিয়া ওড়িয়া, পাঞ্জাবি এবং ইংরেজি অর্থাৎ মোট ১৩টি ভাষায় প্রশ্নপত্র হবে।