অনলাইন ডেস্ক, ২২ মার্চ ।। হ্যামিল্টনে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে ১১০ রানে হেরেছে বাংলাদেশ।
সোমবারের ম্যাচে ভারতকে ২২৯ রানে আটকে রাখে বাংলাদেশ। রানের হিসেবে অনেকে আশা দেখলেও বাংলাদেশ ধুঁকতে ধুঁকতে করে ১১৯ রান।
রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বাজে হার এটি। আর এই নিয়ে ভারতের বিপক্ষে সবকটি ওয়ানডেতে ম্যাচে হারলো বাংলাদেশ।
২৩০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ভালো করতে পারেননি ওপেনার শারমিন আক্তার। ঝুলন গোস্বামীর বলে স্লিপে ক্যাচ দিয়ে ১৭ বলে ৫ রানে ফেরেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ফারজানা হক রানের খাতা না খুলেই রাজেশ্বরী গায়কোয়াডের বলে মাঠ ছাড়েন। অধিনায়ক নিগারও ৩ রানের বেশি করতে পারেননি। ১৯ রানের ইনিংস খেলে লেগস্পিনার পুনম যাদবের শিকার হন মোর্শেদা। আরও চার রান যোগ হতে স্নেহ রানার বলে ২ রান করে আউট হন রুমানা।
৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ আরও বড় ব্যবধানে হারতে যাচ্ছিল! কিন্তু ৬ষ্ঠ উইকেটে সালমা ও লতা মিলে ৪০ রানের জুটি গড়ে। সালমা ৩৫ বলে ৪ চারে ৩২ রান করেছেন। সালমার আউটের পর লতা ও ঋতু মিলে ২৩ রানের জুটি গড়ে দলীয় রানকে একশোর কাছাকাছি নিয়ে যান। লতা ৪৬ বলে ২৪ রান করে যখন আউট হন, দলের সংগ্রহ তখন ৯৮। এরপর ঋতুর ১৬ ও জাহানারার ১১ রানে ভর করে বাংলাদেশ ৪০.৩ ওভারে করতে পারে ১১৯ রান।
ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ রানা ৩০ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন। এ ছাড়া পূজা ভাস্ত্রাকার, ঝুলন গোস্বামী দুটি করে উইকেট নেন। পুনম যাদব ও রাজেশ্বরী গায়কোয়াড় নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত শুরু থেকেই ছিল সাবধানী। দ্বিতীয় ওভারে জাহানারা আলমের বলে স্মৃতি মান্ধানা দুটি চার মারলেও শেফালি ভার্মা ১৩ বলে করেন ৪ রান।
বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় ১৫তম ওভারের শেষ বলে। নাহিদার শর্ট বলে টাইমিং ঠিক করতে না পেরে ক্যাচ দেন স্মৃতি। ৫১ বলে তিনি করেছিলেন ৩০ রান। এরপর ঋতু মনির বলে শেফালি স্টাম্পড হন ৪২ বলে ৪২ রান করে।
পরের বলেই রানের খাতা না খুলেই মেয়েদের ক্রিকেটে সাত হাজার ওয়ানডে রান করা একমাত্র ব্যাটার মিতালি রাজ। তিনি প্রথম বলেই সহজ ক্যাচ দেন কাভারে। এরপর ফারজানা হকের সরাসরি থ্রোয়ে হারমানপ্রিত ফেরেন ৩৩ বলে ১৪ রান করে।
১০৮ রানে ৪ উইকেট হারানো দলকে উদ্ধার করে স্বস্তিকা ও রিচা ঘোষের জুটি। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ৬৯ বলে ৫৪ রান। খেলার গতি খানিকটা শ্লথ হলেও শেষ দিকে পূজা ও স্নেহ রানা জুটির ৩৮ বলে ৪৮ রান তোলেন। এর মধ্যে পূজা অপরাজিত থেকে যান ৩৩ বলে ৩০ রানে।
বাংলাদেশের পক্ষে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন ঋতু মনি। ৪২ রান দিয়ে নাহিদা নিয়েছেন ২ উইকেট। উইকেট নেওয়া জাহানারা আলম ৮ ওভার বোলিং করে ৪৭ রান দিয়েছেন।