আগরতলা, ৮ জানুয়ারি : মুহুরী অমিত আচার্য হত্যাকান্ডে জড়িত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম নয়ন মজুমদার। পেশায় ধৃত ব্যক্তি একজন মুহুরী। রাজধানী আগরতলায় আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০২৩ সালের ৫ সেপ্টেম্বর রাজধানীর আদালত চত্বরে মুহুরী অমিত আচার্যের উপর আক্রমণ সংঘটিত করা হয়। আক্রমণে গুরুতর আহত মুহুরী অমিত আচার্য ১২ সেপ্টেম্বর বহিঃরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর মৃতের পিতা চারজনের নামে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ আদালত চত্বরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনায় আরও কয়েকজন অভিযুক্তকে জড়িত হিসেবে সনাক্ত করে। ইতিমধ্যে মুহুরী অমিত আচার্য হত্যা মামলায় ছয়জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তের নাম নয়ন মজুমদার। পেশায় তিনি মুহুরী। বুধবার পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।