আগরতলা, ৮ জানুয়ারি : ধারাবাহিক কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। বুধবার হলিক্রস আগরতলার প্রাথমিক বিভাগের নতুন ভবনের উদ্বোধন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেম রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান তাঁকে অবিভূত করেছে বলে জানান রাজ্যপাল।
বুধবার হলিক্রস আগরতলার প্রাথমিক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন হল। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপালকে বিদ্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্বলন করে নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, শিক্ষা মানে জ্ঞান অর্জনই নয়, চরিত্র গঠনও শিক্ষার একটি অনন্য দিক। শিক্ষাদানের সময় শিক্ষক শিক্ষিকাদের মানসিকতার দিক দিয়ে ছাত্রদের সমতুল্য হয়ে যেতে হবে। নতুবা প্রকৃত শিক্ষাদানে ব্যাঘাত ঘটবে। রাজ্যপাল জানান, একাডেমিক সাফল্য এবং র্যাঙ্ক একে অন্যের থেকে পৃথক ।ধারাবাহিক কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।
এদিন অনুষ্ঠান শেষে হলিক্রস আগরতলার নতুন ভবনটি ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন শিক্ষক-শিক্ষিকাদের সাথে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাঁকে অবিভূত করেছে বলে জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।