ধর্ম ও কাজই আমাদের পরিচয়ের অন্যতম মাধ্যম : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ ডিসেম্বর : ধর্ম এবং কাজই আমাদের পরিচয়ের অন্যতম মাধ্যম। বৃহস্পতিবার বৈষ্ণব আচার্য শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারীর শুভ আবির্ভাব দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আগরতলায় বনমালীপুরে শ্রী শ্রী মহানাম অঙ্গনে এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বৈষ্ণব আচার্য শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারীর শুভ আবির্ভাব দিবস। এই উপলক্ষে এদিন শীতবস্ত্র বিতরণের আয়োজন করে রাজধানীর বনমালীপুরস্থিত শ্রী শ্রী মহানাম অঙ্গন কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বৈষ্ণব আচার্য মহানামব্রত ব্রহ্মচারীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের পর মহানামব্রত ব্রহ্মচারী দ্বিতীয় ভারতীয় যিনি বিশ্ব ধর্ম মহাসভায় আমন্ত্রণ পেয়েছিলেন এবং তিনি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরতে সমর্থ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের পাশাপাশি মানব সেবায়ও প্রচুর কাজ করে গেছেন মহানামব্রত ব্রহ্মচারী। ধর্ম এবং কাজই আমাদের পরিচয়ের অন্যতম মাধ্যম। ধর্মের কাজই হল সকলের মধ্যে ঐক্য স্থাপন করে সমাজ থেকে অসামাজিক কাজ দূর করা এবং সমাজ পরিবর্তনে ভূমিকা গ্রহণ করা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *