বকেয়া বেতনের দাবিতে জিবিপি হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও গণঅবস্থান সাফাই কর্মচারীদের

আগরতলা, ২৪ ডিসেম্বর : অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত আউট সোর্সিং সংস্থার অন্তর্গত সাফাই কর্মচারীর বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও গণঅবস্থান করে জিবি হাসপাতাল চত্বরে।

তাঁদের অভিযোগ বারংবার দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললেও কোন প্রকার হেলদোল নেই দপ্তরের। তাই বাধ্য হয়ে এদিন এই বিক্ষোভ কর্মসূচি। অখিল ভারতীয় সাফাই মজদুর কর্মচারী সংঘের রাজ্য সম্পাদক তনুজ সাহা বলেন, ৫০০ জনেরও বেশি সাফাই কর্মচারি আউট সোর্সিং এজেন্সির মাধ্যমে এই হাসপাতালের অধীনে কাজ করছেন। তাঁরা অক্টোবর এবং নভেম্বরের মাসের মজুরি পায়নি। যার ফলে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া বিক্ষোভস্থল থেকে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন রাখেন তাঁদেরকে যেন এই আউট সোর্সিং সংস্থা থেকে মুক্তি দেয়। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যেন তাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে না দেওয়া হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন অখিল ভারতীয় সাফাই মজদুর কর্মচারী সংঘের রাজ্য সম্পাদক তনুজ সাহা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *