ত্রিপুরায় বিজেপির ৬০টি মন্ডলের সভাপতিদের নাম ঘোষণা, রয়েছেন দুই নারী নেত্রী

আগরতলা, ২৩ ডিসেম্বর : ত্রিপুরা প্রদেশ বিজেপির ৬০টি মন্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই নতুন মুখ আনা হয়েছে। এবারই প্রথমবারের মত দুজন মহিলা নেত্রীকে মন্ডল সভানেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ৬০টি মন্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির স্টেট রিটার্নিং অফিসার এস সি দেব।

সমস্ত জল্পনা কল্পনার অবসান। প্রদেশ বিজেপির অধীন ৬০টি মন্ডল কমিটির মনোনীত সভপতিদের নাম ঘোষণা করা হল। সোমবার সকালে রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে ৬০টি মন্ডল কমিটির সভাপতিদের নাম ঘোষণা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির স্টেট রিটার্নিং অফিসার এস সি দেব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার বিপিন দেববর্মা।

এদিন প্রদেশ বিজেপি স্টেট রিটার্নিং অফিসার এস সি দেব সাংবাদিক সম্মেলনে জানান, এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সমস্ত অংশের প্রতিনিধিদের রাখা হয়েছে। নবনির্বাচিত মন্ডল সভাপতিরা যেন সকল অংশের জনগণের সাথে মিলেমিশে সংগঠনকে আরো শক্তিশালী করতে পারে সেই লক্ষ্যেই এমনটা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, এবারই প্রথমবারের মত দুজন মহিলা নেত্রীকে মন্ডল সভানেত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত মন্ডল সভাপতিরা দলকে জনগণের আরো কাছে নিয়ে যেতে পারবেন বলে সাংবাদিক সম্মেলনে আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপির রিটার্নিং অফিসার এস সি দেব।

প্রসঙ্গত, এবারই প্রথম যে দুজন মহিলা নেত্রীকে মন্ডল কমিটির সভানেত্রী করা হয়েছে তারা হলেন ১৩ প্রতাপগড় মন্ডল কমিটির সভানেত্রী স্বপ্না দাস এবং ৪৫ কমলপুর মন্ডল কমিটির সভানেত্রী সম্পা দাস। এছাড়া ঘোষিত মন্ডল সভাপতিদের মধ্যে অধিকাংশই নতুন মুখ ।এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নির্বাচনী কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালি মন্ডল কমিটির সভাপতি শ্যামল কুমার দেব, ৯ বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি অরিন্দম চৌধুরী, ২ মোহনপুর মন্ডল কমিটির সভাপতি কার্তিক আচার্য, ১০ মজলিশপুর মন্ডল কমিটির সভাপতি রণজিৎ রায় চৌধুরী, ৬ আগরতলা মন্ডল কমিটির সভাপতি তপন ভট্টাচার্য এবং ৭ রামনগর মন্ডল কমিটির নবনির্বাচিত মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *