অনলাইন ডেস্ক, ২১ মার্চ ।। মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের চার বছর পর ভক্তদের সুখবর দিলেন তিনি। হোলির উৎসব শেষে সোমবার বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজেই এই খবর জানালেন অনিল কাপুর কন্যা।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ওই ছবিতে সোনম কাপুরকে তার স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গেছে।
দু’জনেরই হাত আলতো করে রাখা বেবি বাম্পের উপর। ক্যাপশনে সোনম লিখেছেন, ‘এই চার হাত চেষ্টা করবে তোমাকে ভালো করে মানুষ করে তোলার। এই দুটি হৃদয়ের হৃদস্পন্দন জীবনের প্রতিটি পদে তোমার সঙ্গে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার যা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তোমাকে আগলে রাখবে। তোমাকে স্বাগত জানানোর তর সইছে না’। ওই পোস্টে সোনম জানিয়েছেন আগামী শরতেই আসছে তাদের ঘরে নতুন অতিথি। সোনমের এই পোস্ট ভক্তদের মন ছুঁয়ে গেছে। অনেকেই দুজনকে শুভকামনা জানিয়েছেন।
সোনম কাপুরকে আগামীদিনে দেখা যাবে প্রযোজক সুজয় ঘোষের আগামী ছবি ‘ব্লাইন্ড’ এ।
এক অন্ধ পুলিশ অফিসারের সিরিয়াল কিলার ধরার গল্প নিয়েই তৈরি এই ছবি। ২০২০ সালের ডিসেম্বর মাসে শুরু হয় এই ছবির শ্যুটিং। গ্লাসগো, স্কটল্যান্ডের বিভিন্ন লোকেশনে টানা ৩৯ দিন চলে এই ছবির শুটিং।