আগরতলা, ২০ ডিসেম্বর : ২২ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই সংবাদ জানান।
তিনি জানান, জাতিসংঘ ২০২৫ সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজ্য সফরকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিতব্য সমবায় সম্মেলনে উপস্থিত থাকবেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও বলেন,
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমবায় সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর তাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা আসন থেকে নির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ড. আশিষ কুমার ভুটানী, রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা প্রমুখ।
অনুষ্ঠান উপলক্ষ্যে কেন্দ্রীয় সমবায় মন্ত্রক এবং রাজ্যের সমবায় দপ্তর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সমবায় ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতাসমূহ তুলে ধরতে এবং জনসাধারণের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সমবায়ের বিভিন্ন ক্ষেত্রে মোট ১৮টি স্টল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড-র দেওয়া ভারত ব্রান্ড-এর মোবাইল ভ্যান এবং নাবার্ড-র দেওয়া রুরাল মার্ট এর জন্য মোবাইল ভ্যান -এর সূচনা করবেন।