তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর : ১৭ ডিসেম্বর সংসদের রাজ্যসভার অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতি অবমাননাকর ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভসভা অনুষ্ঠিত হয় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মণিন্দ্র চন্দ্র দাস, রাজ্য কমিটির অন্যতম সদস্য রূপচান বিশ্বাস ও আশা দাস। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া-মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ এবং মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নিতাই দাস ও জহর দাস প্রমুখ।
এদিন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে থেকে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। সংগঠনের রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য মণিন্দ্র চন্দ্র দাস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রতি কুরুচিকর মন্তব্য করেন। অমিত সাহ’র এই বক্তব্যের বিরোধীতা করে দেশব্যাপী আন্দোলনে নামছে সংগঠন। অমিত শাহ বলেছিলেন আম্বেদকর এখন ফ্যাশন হয়ে গেছে। আম্বেদকরের প্রতি এরূপ মনোভাব কোনভাবেই ভারতবর্ষের লোক মেনে নিতে পারবে না। অমিত শাহকে মন্ত্রিত্ব ছাড়তে হবে নাইলে আগামীদিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন এমনটাই জানান সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য মণিন্দ্র চন্দ্র দাস।