অনলাইন ডেস্ক, ২১ মার্চ ।। ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমাতে চেয়েছে জার্মানি। এর অংশ হিসেবে কাতারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি জ্বালানি অংশীদারত্বে পৌঁছেছে দেশটি। খবর আল জাজিরা।
রাশিয়া জার্মানিতে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহকারী দেশ।
একজন জার্মান কর্মকর্তা বলেছেন, রুশ জ্বালানি উৎসের ওপর নির্ভরশীলতা কমাতে চায় ইউরোপের বৃহত্তম অর্থনীতি।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর জার্মানির অর্থনীতিমন্ত্রী রবার্ট হ্যাবেক জ্বালানি নির্ভরতা কমানোর জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেন।
এক বিবৃতিতে বলা হয়, দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রবিবার হ্যাবেকের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দুজন দ্বিপক্ষীয় সম্পর্ক; বিশেষত জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
বার্লিনে জার্মান অর্থনীতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রবিবার নিশ্চিত করেছেন, একটি চুক্তি হয়েছে।
তিনি বলেন, হ্যাবেকের সঙ্গে যাওয়া কোম্পানিগুলো এখন কাতারের পক্ষের সঙ্গে আলোচনায় বসবে।
কাতার বলছে, তারা জার্মানির চুক্তিতে সম্মত হয়েছে। তাদের বাণিজ্যিক সংস্থাগুলো পুনরায় যুক্ত হবে এবং দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের বিষয়ে আলোচনা চালাবে।
হ্যাবেক দোহাতে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গেও দেখা করেছেন।
সেখানে তারা দুই দেশের জ্বালানি সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।