কুমারঘাট, ১৯ ডিসেম্বর : ফটিকরায় এর জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অনুপস্থিতিতে চোরের দল ঘরে প্রবেশ করে প্রায় আট লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
জানা গিয়েছে, ফটিকরায় এর জনবহুল শান্তিপাড়ার ব্যাঙ্কের অবসর প্রাপ্ত কর্মী সুজিত সোম গত সোমবার পরিবার নিয়ে আগরতলাতে যায়। বৃহস্পতিবার দুপুরের পরে বাড়িতে আসেন। বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখেন ঘরের দুইটি আলমারি ভাঙ্গা। চোর ঘরের পেছনের গ্রিলের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে প্রায় আট লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিক জানান তিনি আগরতলা যাওয়ার সময় বাড়ি দেখভাল করার জন্য অর্থাৎ রাতে বাড়িতে থাকার জন্য অন্য একটি ঘরে একজনকে থাকতে দিয়েছিলেন। যে ব্যাক্তি বাড়িতে ছিল সেও এই চুরি সম্পর্কে কিচ্ছুই বলতে পারছে না। চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফটিকরায় থানার পুলিশ। ফটিকরায় এর জনবহুল এলাকা এবং কুমারঘাট ফটিকরায় কাঞ্চনবাড়ির ব্যাস্ততম রাস্তার পাশে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রসঙ্গত সম্প্রতি কুমারঘাট মহকুমার ফটিকরায় সহ বিভিন্ন এলাকাতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কুমারঘাট এলাকা থেকে একটি বুলেরো গাড়ি চুরি হয়। যদিও পরে এই গাড়িটি উদ্ধার করা হয়েছিল। এছাড়াও প্রতিদিন মহকুমা এলাকার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। কুমারঘাট মহকুমা এলাকাতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়াতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।